• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

মেহেরপুরে যুবককে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর ২০১৭, ২২:৫০

মেহেরপুর জেলা শহরের শিশুবাগানপাড়ায় আব্দুর রাজ্জাক (৪০) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে নিহতের পরিবার ও পুলিশ।

তিনি মেহেরপুর শহরের ৮ নম্বর ওয়ার্ড শিশুবাগানপাড়ার ওমর আলীর ছেলে।

নিহতের স্ত্রী সীমা খাতুন বলেন, মেহেরপুর জেলা কারাগার থেকে আজ সন্ধ্যায় মুক্তি পায় রাজ্জাকের বন্ধু সাব্বির। তাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছলে কয়েকজন তাদের ঘিরে ধরে। এসময় সাব্বির পালিয়ে গিয়ে আমাকে মোবাইলে বিষয়টি জানায়। পরে প্রতিবেশীদের সঙ্গে গিয়ে রাজ্জাকের মরদেহ দেখতে পাই।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটিতে বাড়িতে আসা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা
ঝালকাঠিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মাদারীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে কুপিয়ে হত্যা
মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা