ঝন্টুর অপূর্ণ কাজ সম্পন্ন করবেন মোস্তাফিজার
মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর রংপুর সিটি করপোরেশনে (রসিক) বিগত মেয়র ঝন্টুর অপূর্ণ কাজগুলো সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সেইসঙ্গে নগরে মহাপরিকল্পনা বাস্তবায়নও করবেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর পুলিশ হলে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তফা আরো বলেন, রাস্তাঘাটের উন্নয়ন করবো। নগরবাসীর দুর্ভোগ লাঘব করবেন। নগর উন্নয়নের পরিকল্পনাগুলো ইশতেহারে গুরুত্বের সঙ্গেই নেয়া হয়েছে। নগরের উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাল্লাহ।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। বেসরকারি ফলাফলে দেখা গেছে, লাঙল প্রতীক নিয়ে মোস্তাফিজার রহমান পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা ধানের শীষ প্রতীক নিয়ে ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
রংপুর সিটি করপোরেশনের মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ এবং নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
জেবি/পি
মন্তব্য করুন