• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

খাগড়াছড়িতে রোববার অবরোধ ইউপিডিএফ’র

খাগড়াছড়ি প্রতিনিধি

  ০৬ জানুয়ারি ২০১৮, ২৩:২০

ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম কেন্দ্রীয় সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে আগামীকাল রোববার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ শনিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচির বিষয়ে নিশ্চিত করা হয়।

ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মিঠুন চাকমাকে পরিকল্পিতভাবে নব্য মুখোশ বাহিনী দিয়ে হত্যা ও তাকে পার্টি অফিসে এনে শেষ শ্রদ্ধা নিবেদনে বাধাদানের প্রতিবাদে ঘোষিত ৬ জানুয়ারি (শনিবার) খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করে সংগঠনটি। অবরোধ চলাকালে প্রশাসনের বিনা উস্কানিতে পিকেটারদের উপর টিয়ারসেল নিক্ষেপ ও খাগড়াছড়ি সদরের কয়েকটি জায়গায় পিকেটিং-এর সময় সেনাবাহিনী কর্তৃক ফাঁকা গুলি বর্ষণের প্রতিবাদে আগামীকাল ৭ জানুয়ারি খাগড়াছড়ি জেলায় আরো ১দিন সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ।

প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কর্মসূচি সফল করতে সকল যানবাহন মালিক, চালক, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকা খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করেছে সংগঠনটি।

গত শুক্রবার বিকালে মিঠুন চাকমার শেষ কৃত্য অনুষ্ঠান উপলক্ষে এক শোকসভা থেকে এ অরোধের ডাক দেয় ইউপিডিএফ।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়