• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল প্রতিনিধি

  ০৯ জানুয়ারি ২০১৮, ১৪:৫৮

আমদানি-রপ্তানি বন্ধ থাকার একদিন পর পুনরায় সচল হয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়। আমদানি রপ্তানি শুরু হওয়ায় বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

ভারতের পেট্রাপোল কাস্টমস কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ধর্ঘমট ডেকে গতকাল সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়।

এদিকে একদিন পর আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল চেকপোস্ট থেকে বন্দর এলাকায় বেড়েছে যানজট। এতে আমদানি পণ্যের দীর্ঘলাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীরা।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী আরটিভি অনলাইনকে জানান, পেট্রাপোল কাস্টমস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নানা ধরনের হয়রানির প্রতিবাদে গতকাল সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়।

পরে বিকেলে প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসা যায়নি। রাতে পুনরায় বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্টের দাবি মেনে নেওয়ায় মঙ্গলবার সকালে ধর্মঘট তুলে নেয়া হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা আরেফিন আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে। তারা দ্রুত পণ্য ছাড়করণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এর আগে পেট্রাপোল কাস্টমসের ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের কারণে বাণিজ্য ব্যাহত হচ্ছিল। বিষয়টি নিরসনে সেখানকার ব্যবসায়ীরা কাস্টমসকে অনুরোধ জানিয়ে আসছিল। কিন্তু কাস্টমস ব্যবসায়ীদের অভিযোগ পাত্তা না দেয়ায় বাধ্য হয়ে গতকাল সোমবার তারা ধর্মঘটের ডাক দেয়। এতে বেনাপোল-পেট্রাপোল রুটে সব ধরনের পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।

জেবি/পি

আরও পড়ুন-

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
বেনাপোল থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলবে যেদিন থেকে
২ বছর পর বেনাপোল দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু