• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

মহেশপুরে আরো ৪ পুলিশ প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি

  ০৯ জানুয়ারি ২০১৮, ১৬:৫৭

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকায় নৈশকোচে ডাকাতির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মহেশপুর থানার এক এসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদেরকে প্রত্যাহার করা হয়।

এরা হলেন এসআই আনিচুর রহমান, কনস্টেবল আব্দুল গাফ্ফার, আসাদুল হক ও ইমরান হোসেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজাহার আলী শেখ জানান, গেলো ৪ জানুয়ারি মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী নৈশ কোচ সোনারতরী পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জানুয়ারি পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে তদন্তের পর সড়কে কর্তব্যরত অবস্থায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই ও তিন কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এর আগে সোমবার প্রশাসনিক কারণে একই থানার এক এসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ডিসি-ওসি বদলি
চিন্ময় দাসের ঘটনায় নিজেদের পুলিশকে মারল ভারতীয়রা
‘ওরা আমার কুড়িয়ে পাওয়া সোনা মানিকের বুক ঝাঁঝরা করে দিছে’
নোয়াখালীর ইউপি চেয়ারম্যান চট্রগ্রাম থেকে গ্রেপ্তার