অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা
শিক্ষার্থীদের ২ কোটি টাকা আত্মসাৎ
পরীক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ আদায় করা প্রায় দুই কোটি আত্মসাতের দায়ে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মলয় কুমার সাহা বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেছেন।
বিজিত কুমার ভট্টাচার্য্য বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার বিষয়টি দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগে বলা হয়, কলেজ শিক্ষার্থীদের কাছ হতে বিভিন্ন খাতের ফি বাবদ আদায়কৃত এক কোটি ৯১ লাখ এক হাজার ৮০৪ টাকা আত্মসাৎ করেছেন এই শিক্ষক। কলেজের বিভিন্ন খাতের এই টাকা ব্যয় করার কথা ছিল। কিন্তু তিনি তা করেননি। এমনকি ওই টাকা কোনো ব্যাংক হিসাবেও রাখেননি।
এই মামলায় বৃন্দাবন সরকারি কলেজের ক্যাশিয়ার বাবুল মিয়াকেও আসামি করা হয়েছে।
অভিযোগে আরো বলা হয়, আসামিরা হবিগঞ্জে কর্মরত থেকে ২০০৯ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত সময়ে পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে এই টাকা আত্মসাৎ করেছেন।
এসআর/পি
আরও পড়ুন-
মন্তব্য করুন