একই জায়গায় ছাত্রলীগ-জাসদের সমাবেশ, ১৪৪ ধারা
কুষ্টিয়ায় কুমারখালী পৌর এলাকার গড়াই কমপ্লেক্স ভবনের সামনে একই সময়ে বাংলাদেশ ছাত্রলীগ কুমারখালী শাখা ও স্থানীয় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভা ডাকলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, শনিবার কুমারখালী শহরের গড়াই কমপ্লেক্স ভবনের সামনে জাসদের কুমারখালী উপজেলা শাখা সন্ত্রাস, জঙ্গি ও সংখ্যালঘু নির্যাতনবিরোধী বিক্ষোভ সমাবেশ ডাকে। একই স্থানে ওই সময়ে কুমারখালী ছাত্রলীগের পক্ষ থেকেও সভা ডাকা হয়।
পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীনুজ্জামান ওই জায়গায় বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।
কুমারখালী থানার ওসি আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে কুমারখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস জানান, পরিকল্পিতভাবে ছাত্রলীগ সমাবেশ বানচাল করতে তারা সভা ডাকে। তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন অভিযোগ সত্য নয় জানিয়ে বলেন, সরকারের উন্নয়ন তুলে ধরতে সেখানে সভার আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন
এসএস
মন্তব্য করুন