• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

শামীম ওসমানের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২০ জানুয়ারি ২০১৮, ১৬:২৪

হকার ইস্যুকে কেন্দ্র করে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ১২ সাংবাদিকের ওপর শামীম ওসমানের যেসব সন্ত্রাসী বাহিনী হামলা করেছে তাদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর নির্দেশের দাবি করেছে নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোট।

শনিবার বেলা ১১টার দিকে নগরীর চাষাঢ়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

নারায়ণগঞ্জকে বাসযোগ্য গড়ার বাধাদানকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘রুখে দাঁড়াও’ শিরোনামে জেলা সাংস্কৃতিক জোট এই মানববন্ধন করেছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: নড়াইলে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৩
--------------------------------------------------------

এসময় বক্তারা আরো বলেন, মেয়র আইভীকে উপমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। কিন্তু তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়ে হাসপাতালে থাকার পরও মন্ত্রী পরিষদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এটা কি সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া নয়?

মেয়র আইভীকে হত্যার চেষ্টাকারী নিয়াজুল ও শাহ নিজামসহ সকল অস্ত্রধারীদের ঘটনার তিন দিন পরেও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংস্কৃতিক কর্মী জাহিদুল হক দিপু, ভবানী শঙ্কর রায় ও জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি ধীমান জুয়েল।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ
সাবেক এমপি নিক্সনের সহযোগী শামীম গ্রেপ্তার
নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৮৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা
শামীম ওসমানসহ ৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা