• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

আলমারিতে মিলল শিশুর লাশ

পাবনা প্রতিনিধি

  ২১ জানুয়ারি ২০১৮, ১৪:৫০

বাড়ির আলমারি থেকে দেড় মাস বয়সী আতিকা জান্নাত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির বাবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার পাবনার ঈশ্বরদী উপজেলার অরণকোলা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি বেলা ১২টা থেকে নিখোঁজ ছিল। পরে রাতে তার মরদেহ পাওয়া যায়।

আতিকা ওই এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলামের মেয়ে।

--------------------------------------------------------
আরও পড়ুন: বেড়েই চলছে আগুন পোহাতে গিয়ে মৃতের সংখ্যা
--------------------------------------------------------

জানা যায়, শনিবার দুপুরে থেকে আতিকা জান্নাতের খোঁজ শুরু করে পুলিশ। পরে রাত পর্যন্ত ঈশ্বদীর বিভিন্ন এলাকায় তল্লাশি করে আতিকার খোঁজ না মিললে শিশুটির বাবা আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে আলমারিতে কাপড় জড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আতিকার মা নিশি খাতুন জানান, দুপুরে আতিকাকে খাটে শুইয়ে রেখে ছাদে রোদ পোহাতে গিয়েছিলেন তিনি। পরে ছাদ থেকে ঘরে এসে দেখেন তার মেয়ে নেই।

ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শিশুটির বাবা, দাদা-দাদীসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ষায় কাপড়ের যত্ন নেবেন যেভাবে
বেওয়ারিশ এক শিশুর লাশের দাবিদার তিন পরিবার
হত্যা মামলায় কবর থেকে শিশুর লাশ উত্তোলন
অপহরণের চার দিন পর শিশুর মরদেহ মিলল কলাবাগানে