• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

আগুন পোহাতে গিয়ে শিশু দগ্ধ

গাইবান্ধা প্রতিনিধি

  ২১ জানুয়ারি ২০১৮, ১৫:০৪

গাইবান্ধা শহরের রেলওয়ে কলোনীতে শীতের কারণে মায়ের সঙ্গে আগুন পোহানোর সময় সিনথিয়া নামে দুই বছরের এক শিশু দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ শিশুটিকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার নিউ মার্কেট সংলগ্ন রেল কলোনি এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ সিনথিয়া আক্তার ওই এলাকার সাহেদ মিয়ার মেয়ে। তাকে গাইবান্ধা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: আলমারিতে মিলল শিশুর লাশ
--------------------------------------------------------

শিশুটির পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাতে শীতের কবল থেকে রক্ষা পেতে রেলওয়ে কলোনীতে মায়ের সঙ্গে শিশুটি আগুন পোহাতে যায়। এসময় শিশুটি আগুনে পড়ে গেলে তার মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাৎক্ষনিকভাবে শিশুটিকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুল ইসলাম মণ্ডল বলেন, সিনথিয়ার মুখ ও ডান হাতের কিছু অংশ পুড়ে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাসচাপায় শিশুর মৃত্যু 
মালামালের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেছে ডাকাতরা
সাঁথিয়ায় অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত
দুপুরে নিখোঁজ শিশু, সন্ধ্যায় পুকুরে মিলল মরদেহ