• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

র‌্যাবের অভিযানে বাধা দেয়ায় রেলওয়ে ২ পুলিশ ক্লোজড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০১৮, ২২:৫৭

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মাদক অভিযানে বাধা দেয়ার অভিযোগে রেলওয়ে পুলিশের দুই সদস্যকে ক্লোজড করা হয়েছে।

এরা হলেন কনস্টেবল মাহমুদ হাসান ও কনস্টেবল সাগর কুমার রায়।

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মীর মো. মনিরুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, রোববার রাতে ওই দুই কনস্টেবলকে পার্বতীপুর রেলওয়ে থানা থেকে ক্লোজড করে সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাইনে নেয়া হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, গেল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নীলফামারী সিপিসি-২ এর এএসপি কায়সার আলীর নেতৃত্বে র্যাবের একটি দল সাদা পোশাকে সৈকত আলী নামের এক মাদক ব্যবসায়ীকে সৈয়দপুর থেকে ধাওয়া করে। সৈকত আলী ট্রেনে সৈয়দপুর থেকে পার্বতীপুরে আসলে র‌্যাব দিনাজপুর সিপিসি-১ এর সাথে আলোচনা করে সৈকত আলীকে আটকের চেষ্টা চালানো হয়। এ কনস্টেবল মাহমুদ হাসান ও সাগর কুমার রায় অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পার্বতীপুর শহরের জোনাকি ফুড ভিলেজের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ সৈকত আলীকে আটক করে র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব-এর এসএসপি কায়সার আলী রেলওয়ে পুলিশের ওই দুই কনস্টেবলের ভূমিকা নিয়ে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ করলে রোববার রাতে অভিযুক্ত দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়।

আরও পড়ুন

এমসি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়