• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

রূপা হত্যার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি

  ২৩ জানুয়ারি ২০১৮, ১৬:৪১

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য প্রদানের মধ্যে দিয়ে এ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের পর্ব শেষ হলো।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া সাক্ষ্যগ্রহণ করেন।পরে আদালতের বিচারক আগামী ২৮ জানুয়ারি আসামিদের পরীক্ষার জন্য দিন ধার্য করেন।

এ নিয়ে ১ম থেকে ৮ম ধাপে রূপার ভাইসহ মোট ২৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: পাবনায় প্রেমিকার স্বামীকে গলা কেটে হত্যা
--------------------------------------------------------

আদালত সূত্রে জানা যায়, রূপা হত্যা মামলায় আদালত কর্তৃক মঙ্গলবার দিন ধার্য ছিল। সকালেই এ হত্যা মামলার সকল আসামিদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য প্রধান করেন। এসময় আদালতের বিচারক এ হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করেন এবং আগামী ২৮ জানুয়ারি আসামিদের পরীক্ষার জন্য দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গেলো ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপাকে চলন্ত বাসে ধর্ষণ করে পরিবহন শ্রমিকরা। বাসেই তাকে হত্যার পর মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে রূপার মরদেহ ফেলে রেখে যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই রাতেই অজ্ঞাত পরিচয় নারী হিসেবে তার মরদেহ উদ্ধার করে।

পরদিন ময়নাতদন্ত শেষে রূপার মরদেহ বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ময়মনসিংহ-বগুড়া সড়কের ছোঁয়া পরিবহনের হেলপার শামীম, আকরাম ও জাহাঙ্গীর এবং চালক হাবিবুর ও সুপারভাইজার সফর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা প্রত্যেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনবল নিচ্ছে রূপায়ন গ্রুপ
১৫ বছরে ঢাকাকে ডাস্টবিনে রূপান্তর করা হয়েছে: উমামা
বাংলাদেশের নির্বাচনে তাড়াহুড়ো বিপজ্জনক হবে: ব্রিটিশ এমপি রূপা হক
বাংলাদেশ-যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এফটিএ প্রয়োজন: রূপা হক