নির্বাচনকালীন সরকার কোনো পলিসি ডিসিশন নেবে না: আইনমন্ত্রী
নির্বাচনকালীন সরকারের কাছে নির্বাচন কমিশন যেসব সহযোগিতা চাইবে, সেইসব সহযোগিতা দেবে। এসময় মন্ত্রীপরিষদ ছোট করা হবে। কোনো পলিসি ডিসিশন নেয়া হবে না। বললেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা দায়রা জজ আদালত ভবনের সম্প্রসারিত ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক আরো বলেন, বিএনপির সহায়ক সরকার কী হবে সেটা ওনারা এখনো বলেননি। আমি এ বিষয়ে কোনো কথা বলবো না।
সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানের পর বিচার বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে আলোচনা সভায় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মুস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ, মো. আজহারুল হক, উপ-সচিব মাহবুবুল আলম প্রমুখ।
৬৫ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ১০তলাবিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি নির্মাণ করা হয়।
আরও পড়ুন
জেবি/জেইচ
মন্তব্য করুন