• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

জমি নিয়ে বিরোধ, কুপিয়ে কৃষককে হত্যা

রংপুর প্রতিনিধি

  ২৮ জানুয়ারি ২০১৮, ১৩:৪৭

রংপুরের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শাহিন মিয়া নামে এক কৃষক কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলার পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের রহমতের চর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একই গ্রামের সাজু মিয়া সঙ্গে কৃষক শাহিন মিয়ার জমির মাটিকাটা কাজ নিয়ে বিরোধ চলে আসছিলো। শনিবার বিকেলে শাহিন মিয়া সঙ্গে মাটিকাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাজু মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শাহিন মিয়ার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তাকে রক্ষা করতে গিয়ে আরো ৪ জন আহত হন। আহতদের সকলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিন মিয়া আজ রোববার সকালে মারা যান।

এ ব্যাপারে পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত কোনও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
জমি বন্ধক নিয়ে গাঁজা চাষ, চাষি আটক
হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা
ঘিওরে ক্যানসার আক্রান্ত গৃহকর্ত্রীকে গলাকেটে হত্যা