• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

খালেদার রায় নিয়ে কিছু বলতে চান না আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:২২

বর্তমান সরকারের আমলে বিচার ব্যবস্থা স্বাধীন। আদালতে যা হবার তাই হবে। বিভিন্ন প্রক্রিয়া শেষেই খালেদা জিয়ার বিরুদ্ধে রায় হবে। তবে এ নিয়ে আমি কিছু বলতে চাই না।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোববার দুপুরে টি আলী কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাংলা চ্যানেল পাড়ি দেওয়া প্রথম ব্রিটিশ নারী
--------------------------------------------------------

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, কোর্ট নির্বাচন স্থগিত করেছে, বিএনপি বলছে আইন মন্ত্রণালয় স্থগিত করিয়েছে। এটা পাগল ছাড়া কেউ বলতে পারে না। বিএনপি এমন কথা বলে কারণ তারা তাদের সময়ে এমন কাজ করেছে।

এ সময় অন্যান্যের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, সাবেক সভাপতি বাহাদুর বেপারী, উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও বিচার প্রক্রিয়ার ওপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩৮ জনকে সম্মাননা স্মারক দেয়া হয়।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবকিছু হবে সমতার ভিত্তিতে, চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে পিসিবি
সরকারের বিরোধিতা করায় আমাকে কাজ না দেওয়ার নির্দেশ: শ্রীলেখা
ডেসটিনির এমডিসহ ১৯ জনের মামলার রায় পেছাল
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে ওমরাহ পালনের পর