• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ওষুধের কাঁচামাল তৈরির কারখানায় দুর্ঘটনা, নিহত ১

নোয়াখালী প্রতিনিধি

  ২৯ জানুয়ারি ২০১৮, ১১:৩১

নোয়াখালীর বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীর গ্লোব ড্রাগস লিমিটেড নামের ওষুধের কাঁচামাল তৈরির একটি কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আরও সাত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরুল আমিন ওরফে রনি (২২)। তিনি ওই কারখানায় উৎপাদন পরিচালক (অপারেটর) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামে।

এ ঘটনায় আহতরা হলেন আবুল খায়ের, নাছির, প্রদীপ, আবু জাহের, সুমন চন্দ্র শীল, বাবুল ও মাসুদ। আহতদের নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, গ্লোব ড্রাগসের একটি কক্ষে রাতে তরল মিথাইল রাসায়নিক পদার্থ গরম করার সময় তা বিস্ফোরিত হয়। তাদের ধারণা নির্দিষ্ট সময়ের মধ্যে মিথাইল রাসায়নিক ক্যামিকেল গরম করার নিয়ম থাকলেও দায়িত্বরত শ্রমিকরা অতিরিক্ত সময় নেয় এবং পরবর্তীতে তা ঠাণ্ডা করার সময় বিস্ফোরিত হয়ে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এতে বিষাক্ত গ্যাসের গন্ধে আট শ্রমিক জ্ঞান হারায়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দল রাতে ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে নুরুল আমিন নামে এক শ্রমিক মারা যান।

নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপসা সেতুতে উল্টে গেল বেপরোয়া চালবাহী ট্রাক
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২
রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা