সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
গ্রামের রাস্তার পাশে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সোমবার সকাল ১০টার দিকে কুট্টাপাড়া গ্রামের জ্বিনহাটিতে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসীরা জানান, কুট্টাপাড়া গ্রামের জ্বিনহাটির বাসিন্দা মিজান মিয়া তার বাড়ির পাশের রাস্তা ও ড্রেন ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে একই পাড়ার সাবেক ইউপি মেম্বার দুলাল মিয়া এতে বাধা দেন। এই নিয়ে দুজনের কথা কাটাকাটির ঘটনা সংঘর্ষে রূপ নেয়। দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে সংঘর্ষে লিপ্ত হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন: রাবিতে ছাত্র ধর্মঘটে ‘ছাত্রলীগে’র হামলার অভিযোগ
--------------------------------------------------------
এসময় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা গ্রেপ্তার এড়াতে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া আরটিভি অনলাইনকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সদস্যরা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা দাঙ্গাবাজদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দুইজনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন:
জেবি/পি
মন্তব্য করুন