শিশু হত্যায় বাবা-ছেলের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাকসুদুল ইসলাম তুহিন (৭) হত্যা মামলায় বাবা-ছেলের মৃত্যুদণ্ড হয়েছে।
একইসঙ্গে লাশ গুমের অপরাধে প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করায় সাত বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইনের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন তুহিনের চাচাতো ভাই মাহফুজুল ইসলাম ও তার বাবা বিল্লাল হোসেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এমএ রহিম বলেন, উপজেলার বগাদি কান্দাপাড়া গ্রামের দন্ত্য চিকিৎসক নাছির উদ্দীনের ছেলে এবং খড়িয়া ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র মাকসুদুল ইসলাম তুহিনকে ২০১৫ সালের ৯ মে বিকেলে খেলার মাঠ থেকে অপহরণ করে। এ ব্যাপারে নিহতের বাবা ওইদিন রাতেই আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেন।
পরে ১২ মে বিকেলে নরসিংদী থেকে মাহফুজুল ইসলামকে আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির একটি ড্রাম থেকে তুহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, নিজের বাবাকে মারধরের প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করে আসামি মাহফুজুল ইসলাম।
জেবি/পি
মন্তব্য করুন