• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৩:০৫

সিলেটে হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই মাজার জিয়ারত করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে।

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করতে দরগাহের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।

হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত শেষে সড়কপথে শাহপরাণের মাজারে যান শেখ হাসিনা। সেখান থেকে সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিন (রহঃ) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

বেলা পৌনে একটা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির জন্য অবস্থান করবেন।

এরপর বেলা দুইটা ৪০ মিনিটে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

সেখানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ জনসভার মাধ্যমেই প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জনসভা শেষে বিকেল সোয়া ৫টায় বিমানে করে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, একই বছরের ২৩ নভেম্বর তিনি সিলেটে সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওইদিন জনসভায় বক্তব্য দেয়ার কথা থাকলেও জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে তা স্থগিত করা হয়েছিল। সেই হিসেবে প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রী সিলেটে জনসভায় যোগ দিতে আসছেন।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এ কথা কি সত্যিই বলেছেন ট্রাম্প?
শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব পাস স্থগিত
আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়া