খালেদার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ রায় হলে দেশে গণঅভ্যুত্থান
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ রায় ঘোষিত হলে দেশের নজিরবিহীন গণঅভ্যুত্থান হবে। এ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে এবং দেশে সুষ্ঠু নির্বাচন হবে। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
আজ (বুধবার) বেলা আড়াইটায় খাগড়াছড়ি জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী ও সু-সংগঠিত করতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন: জুতা ধুয়ে পানি খাওয়ানোয় মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
--------------------------------------------------------
শওকত মাহমুদ আরও বলেন, যার অধীনে প্রধান বিচারপতি চাকরি করতে না পেরে বিদেশে পালিয়ে গেছেন, তার অধীনে প্রধান নির্বাচন কমিশনার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করবেন তা বিএনপি বিশ্বাস করে না। তাই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনও নির্বাচনে অংশ নেবে না।
তিনি বলেন, কালকেই শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এদিনই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা শুরু করে দিয়েছেন। শেখ হাসিনা মনে করছেন খালেদা জিয়াকে জেলে পাঠাবেন এবং তিনি নির্বাচনী প্রচারের নামে সারাদেশ ঘুরে একটি ভোটার বিহীন নির্বাচন আবারও করবেন। এবার আর শেখ হাসিনার সেই স্বপ্ন সফল হবে না।
সাংগঠনিক সভায় বিশেষ অতিথি ছিলেন দলের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশীদ হারুন।
আরও পড়ুন:
জেএইচ
মন্তব্য করুন