• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৪

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মহিষাডাঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক জন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।

বৃহস্পতিবার ভোরে জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মহিষাডাঙ্গায় মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, একটি বন্দুক, একটি গাছকাটা করাত ও বেশকিছু মোটা দড়ি। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মো. রতন শেখ জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গায় গাছের সঙ্গে দড়ি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে- এমন খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে ইবি থানা পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এসআই মো. রাশেদুল ইসলাম, কনস্টেবল মো. আহাদুল ইসলাম আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ২ নারী নিহত
কুষ্টিয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশার কম্বল হস্তান্তর
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১