• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

দুই জেলায় বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

আরটিভি অনলাইন

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৯

মেহেরপুর ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির তিন ও জামায়াতের-শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

অন্যদিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হান্নান সিকদারসহ (৬৫) তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যরা হলেন-কাশিয়ানী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জাফর সিকদার (৪৬) ও সদস্য মোস্তফা সিকদার (৬০)।

কাশিয়ানী থানার ওসি একেএম আলীনূর হোসেন জানান, খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে খায়েরহাট গ্রামে ওই তিনজন নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। রোববার দুপুরের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন
চিন্ময় গ্রেপ্তার ও আইনজীবী হত্যাকাণ্ড ঘিরে ভুয়া খবরের ছড়াছড়ি
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার