অভ্যন্তরীণ দ্বন্দ্বে জয়পুরহাটে বিএনপি অফিসে তালা
অভ্যন্তরীণ দ্বন্দ্বে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয় তালাবদ্ধ করে রাখার কারণে দলীয় কার্যক্রম কার্যালয়ে করা যাচ্ছে না। জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন একটি অংশ জেলা বিএনপি কার্যালয় তালাবদ্ধ করে রাখায় ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বাধীন অংশ কর্মীসভা করেছেন কার্যালয়ের বারান্দায়।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চলছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় পূর্বনির্ধারিত কর্মীসভায় অংশগ্রহণ করতে জেলা বিএনপি কার্যালয়ে আসার পর তালাবদ্ধ দেখতে পান ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বাধীন বিএনপির নেতাকর্মীরা। এ অবস্থায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বাধীন অংশের নেতাকর্মীরা কার্যালয়ের বারান্দায় কর্মীসভা অনুষ্ঠানের ব্যবস্থা করেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: সুন্দরবনে ৬ জেলেকে অপহরণ
--------------------------------------------------------
কর্মীসভায় ভারপ্রাপ্ত সভাপতি ছাড়াও বক্তৃতা করেন সহ-সভাপতি ও ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান রওনকুল ইসলাম টিপু চৌধুরী, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল, সরদার লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর মন্ডল, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, মোস্তাফিজুর রহমান তোতা, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।
দলীয় কর্মকাণ্ড ভণ্ডুল করতেই সাধারণ সম্পাদক ও তার অংশের কতিপয় নেতাকর্মী জেলা বিএনপি কার্যালয় বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ করেন কর্মীসভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ মুঠোফোনে জানান, বিএনপি কার্যালয় সাধারণত বিকেলে খোলা হয় বলে অফিসের পিওন বিকেলে আসেন।
পি
মন্তব্য করুন