ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ নিহত ৬
ফরিদপুর সদর ও ভাঙা উপজেলায় আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ ছয়জন নিহত হয়েছেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ধুলদী এবং ভাঙা উপজেলার পুলিয়াবাজার এলাকায় সড়ক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী এলাকায় ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ভারতীয় নাগরিক পশ্চিম বাংলার বারাসাতের বাসিন্দা সুশান্ত মল্লিকসহ তিনজন নিহত হন।
--------------------------------------------------------
আরও পড়ুন: চট্টগ্রামে জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মী আটক
--------------------------------------------------------
তাদের মধ্যে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মারা যান। অপর দুজন হলেন- বাসের ড্রাইভার মাসুদ রানা ও সুপারভাইজার ইমদাদুল ইসলাম।এতে আহত হয়েছেন কমপক্ষে ২২ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটিতে ভারত থেকে আসা থ্যালাসেমিয়া প্রচারের স্বেচ্ছোসেবী সংগঠন অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের ৫০ জন যাত্রী ছিলেন। তারা যশোর থেকে ঢাকায় আসছিলেন।
এদিকে, ভাঙা উপজেলার ব্রাহ্মণপাড়ায় এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে দুটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, একটি পাথর বোঝাই দাঁড়ানো ট্রাককে অপর একটি ইট বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন ট্রাক শ্রমিক নিহত হন। এ ছাড়া ভাঙা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পর আরো দুজন মারা যান।
ভাঙ্গার হাইওয়ে থানার ওসি এজাজউদ্দিন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া নামকস্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বিপরীত দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়।
নিহতরা হলেন মিলন মোল্লা, রিংকু এবং চান মিয়া। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তারা ট্রাকের শ্রমিক বলে জানা গেছে।
আরও পড়ুন:
- অভ্যন্তরীণ দ্বন্দ্বে জয়পুরহাটে বিএনপি অফিসে তালা
- রাজশাহীতে মিডিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন ডায়নামিক রিপোর্টার্স
জেএইচ
মন্তব্য করুন