রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাজ করবে সুইজারল্যান্ড
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ড কাজ করবে বলে জানিয়েছেন দেশটির সফররত রাষ্ট্রপতি আঁলা বেরসে। তিনি বলেন, সম্মান ও মর্যাদার সঙ্গে রোহিঙ্গারা যেন স্বদেশে ফেরত যেতে পারেন সুইজারল্যান্ড এ লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব বলেন।
আঁলা বেরসে বলেন, বাংলাদেশ-সুইজারল্যান্ডের বন্ধুত্ব অটুট রাখতে কাজ করছে সুইজারল্যান্ড। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মহানুভবতার পরিচয় দিয়েছে তা আসলেই নজিরবিহীন। তবে, বিপুল সংখ্যক রোহিঙ্গার ভরণ-পোষণ বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়, তাই সুইজারল্যান্ড সরকার রোহিঙ্গা সংকটে ত্রাণ সহায়তাসহ নানা তৎপরতার মাধ্যমে আন্তরিকভাবে বাংলাদেশের পাশে রয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: গাজীপুরে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
--------------------------------------------------------
এর আগে বেলা ১১টার দিকে সুইস এয়ারফোর্সের বিশেষ বিমানে করে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সুইজারল্যান্ড প্রেসিডেন্ট কক্সবাজার সদর হাসপাতালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) স্থাপিত রোহিঙ্গা ইউনিটে চিকিৎসাধীন রোগী ও চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শন শেষে পরে বেলা ১২টার দিকে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
আরও পড়ুন:
- রাজধানীতে ৮ ফেব্রুয়ারি থেকে অস্ত্র, বিস্ফোরক বহন ও সভা-মিছিল নিষিদ্ধ
- লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী আটক
এসএস
মন্তব্য করুন