টাঙ্গাইলে ট্রেন-ট্রাক সংঘর্ষ, উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল বন্ধ
টাঙ্গাইলে একটি ট্রেন ও ট্রাকের সংঘর্ষের পর থেকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। এই দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার ধুরুয়া রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, বুধবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার ধুরুয়া রেল ক্রসিং এলাকায় একটি ট্রাক রেললাইন পার হচ্ছিল। এসময় ট্রাকটি রেললাইনের ওপর নষ্ট হয়ে পড়ে। পরে একই সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস নামের একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা অপর একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হন।
এ ঘটনার পর সারাদেশের সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আহতকে উদ্ধার করে গাজীপুরের কালিয়াপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশা করছি দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
আরও পড়ুন:
- কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা
- ভূমি অধিগ্রহণ তহবিলের টাকা আত্মসাতের ঘটনায় অডিটর ও পিয়ন গ্রেপ্তার
জেবি/পি
মন্তব্য করুন