• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

নারায়ণগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫২

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার দুপুর ১২টায় সোনারগাঁ শেখ ফজলুল হক উইমেনস কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অধ্যাপক মামুন মাহমুদ ওই কলেজের প্রভাষক। গ্রেপ্তারের পরপরই তাকে জেলা গোয়েন্দা পুলিশের দপ্তরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল জব্বার জানান, মামুন মাহমুদকে সোনারগাঁ ইউমেনস কলেজের সামনে থেকে নাশকতার প্রস্তুতির অভিযোগে আটক করা হয়েছে। অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে শনিবার ভোরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহেদ আহমেদ ওরফে বোমারু শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের একটি বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. সেলিম মিয়া বলেন, শাহেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি নাশকতার মামলা রয়েছে। তাকে ভোরে ভোলাব এলাকার একটি বিল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পপতির বাড়িতে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে ডাকাতি
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ
সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ ২ নারী আটক
নারায়ণগঞ্জে আপত্তির মুখে বন্ধ হলো ‘সাধুসঙ্গ ও লালন মেলা’