• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

৭০ লাখ টাকার হীরার গহনা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪০

সাতক্ষীরার ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে ৭০ লাখ টাকা মূল্যের হীরার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকালে সাতক্ষীরা ৩৮-বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজ।

তিনি বলেন, ভারত থেকে চোরাপথে বাংলাদেশে পাচারের সময় গহনাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ১৬৭টি আংটি, লকেট ও নাকফুল।

লে. কর্নেল মোস্তাফিজ জানান, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্তের মেইন পিলার ৩-এর সাবপিলার ২/৩ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক ব্যক্তিকে ধাওয়া দেন বিজিবি সদস্যরা। এ সময় ওই ব্যক্তি তার কছে থাকা তিনটি প্যাকেট ফেলে ফের ভারতে পালিয়ে যান।

তিনি আরও বলেন, পরে প্যাকেটগুলোতে স্বর্ণের ওপর বসানো ৯৭টি ডায়মন্ডযুক্ত আংটি, ২০টি লকেট ও ৫০টি নাকফুল পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, এগুলো ১৮ ক্যারেটের স্বর্ণালঙ্কারের ওপর নিপুণভাবে সেট করা মূল্যবান হীরা। এর মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়েছে। জব্দকৃত গহনা শুল্ক বিভাগে জমা দেয়া হয়েছে।

আরও পড়ুন:

এসএইচ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ
পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১ 
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ নভেম্বর)
৬ জাহাজ কেনার ঋণ পরিশোধে ৪৭৫ কোটি টাকার চেক হস্তান্তর