• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভালোবাসা দিবস ঘিরে যত্ন বেড়েছে ফুলের

শিপলু জামান, ঝিনাইদহ

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩২

বিশ্ব ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারিকে ঘিরে ঝিনাইদহে ফুল পরিচর্যায় ব্যস্ত রয়েছেন চাষিরা। এই সময়টাতে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুন। লাভও হয় অনেক বেশি। তাইতো আশায় বুক বেধেছেন চাষিরা।

ফুলের মান ভালো রাখতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তাসহ বৈজ্ঞানিক পদ্ধতিতে দেয়া হচ্ছে নিয়মিত পরামর্শ। এ অঞ্চলের ফুল যাচ্ছে ঢাকার শাহবাগসহ দেশের বড় বড় বাজারগুলোতে।

বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে শুভেচ্ছা জানানো ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল ছাড়া যেন চলেই না।

এসময় ফুলের চাহিদা বেড়ে যায় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুন। ভালো লাভবান হন চাষি ও ব্যবসায়ীরা।

আর এ দিবসগুলোকে ঘিরে ঝিনাইদহ সদর, কালীগঞ্জসহ বিভিন্ন উপজেলার চাষিরা শেষ মুহূর্তের ফুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

কেউ জমিতে কাঠি দিয়ে ফুল গাছ বেঁধে দিচ্ছেন, কেউবা পানি সেচ ও সার দিচ্ছেন। এভাবে সবসময় চলছে পরিচর্যার কাজ।

--------------------------------------------------------
আরও পড়ুন: ফেনীতে কাভার্ডভ্যানে আগুন: ৩৩ জনের বিরুদ্ধে মামলা
--------------------------------------------------------

কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাসহ বিভিন্ন ফুলের আবাদ হয়েছে ২৫৫ হেক্টর জমিতে। এর মধ্যে গাঁদা ফুলের পরিমাণই সব থেকে বেশি।

বর্তমানে বাজারে প্রতি স্টিক গ্লাডিওলাস বিক্রি হচ্ছে সাত থেকে ১০ টাকা দরে। প্রতি মোটা গাদা ফুল বিক্রি হচ্ছে গড়ে ৫০ টাকা দরে। বিশ্ব ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের এ দাম বেড়ে যাবে কয়েকগুন।

চাষিরা জানান, ফুল চাষে খুবই লাভবান হওয়া যায়। ভালো দাম পাব এই আশায় ফুলের পরিচর্যা করছি।

অন্যদিকে ব্যবসায়ীরা জানান, আজ সোমবার থেকে ফুলের চাহিদা ব্যাপক হারে বেড়ে যাবে। বিশেষ করে ঝিনাইদহের ফুলের গুণগত মান ভালো থাকায় ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন স্থানে প্রচুর চাহিদা রয়েছে। তবে ফেরীঘাটের জ্যামের কারণে অনেক সময় ভোগান্তি পোহাতে হয়।

কৃষি কর্মকর্তারা জানান, ফুলের মান ভালো রাখতে চাষিদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত প্রযুক্তিগত সহায়তাসহ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। শষ্য চাষাবাদ থেকে ফুলের চাষে কৃষক বেশি লাভবান হচ্ছে।

ফুল চাষি রিপন হোসেন বলেন, এখন ক্ষেত পরিচর্যা করছি যাতে ফুলের মান ও ফলন ভালো হয়।

ফুল ব্যবসায়ী সোহাগ হোসেন বলেন, ১৪ ফেব্রুয়ারি ও একুশে ফেব্রুয়ারিতে ফুলের চাহিদা ব্যাপক বেড়ে যাবে। তাই ফুলের যত্ন করছি।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক জি এম আব্দুর রহমান বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের নানা পরামর্শ দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জন্মদিনে নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন স্মরণ 
দর্শকমনে দাগ কেটেছে প্রদীপ-সুপ্তির ভালোবাসার গল্প
ভালোবাসা ও সম্মানের জায়গাটা নষ্ট করবেন না, ড. ইউনূসকে ফখরুল
স্ত্রীর প্রতি হাসানের নিঃস্বার্থ ভালোবাসা, অতঃপর...