• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

নেত্রকোনায় শাশুড়ি হত্যায় জামাতার মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৩

নেত্রকোনায় শাশুড়িকে হত্যার জন্য জামাতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডিত জামাতার নাম আলমগীর হোসেন (৩৫)। তার বাড়ি সদর উপজেলার মোবারকপুর গ্রামে।

নেত্রকোনা আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল আলম প্রদীপ আরটিভি অনলাইনকে জানান, বিয়ের সময় আলমগীরকে একটি গরু দেয়ার কথা ছিল শাশুড়ি ফাতেমার। কিন্তু বিয়ের পরও গরু না দেয়ায় ২০১৬ সালের ১ মার্চ রাত সাড়ে আটটার দিকে গ্রামের একটি চায়ের দোকানের সামনে দা দিয়ে কুপিয়ে শাশুড়ি ফাতেমাকে (৫০) হত্যা করে আলমগীর।

পরদিন নিহতের ছেলে রাসেল মিয়া বাদী হয়ে আলমগীরকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন। পুলিশ একই বছরের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ মঙ্গলবার আলমগীরকে মৃত্যুদণ্ড দেন।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করল ছাত্রলীগ নেতা
চট্টগ্রামে আইনজীবী হত্যা, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৬
স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন
সারাদেশে বিশাল শোডাউনের প্রস্তুতি ছাত্রশিবিরের