• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্রশ্নফাঁসে পদত্যাগই কার্যকর সমাধান নয়: জাফর ইকবাল

সিলেট প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৯

প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমি শহীদ মিনারে বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছি। তখন প্রশ্নফাঁসের কথা কেউ স্বীকার করেনি। কিন্তু এখন বিষয়টি স্বীকার করা হলেও সরকার প্রশ্নপত্র ফাঁস রোধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বললেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল।

বুধবার সকালে সিলেটের মিরের ময়দানে বিশ্ব বেতার দিবস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: বহিষ্কার করায় ভবন থেকে লাফিয়ে পড়ল ছাত্রী
--------------------------------------------------------

এসময় তিনি প্রশ্নপত্রফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এভাবে প্রশ্নফাঁস চলতে থাকলে এদেশে শিক্ষার কোনো গুরুত্ব থাকবে না। সরকারকে এগুলো বন্ধ করতে হবে।

ড. জাফর ইকবাল বলেন, কীভাবে প্রশ্ন ফাঁস রোধ করা যায় সে বিষয়ে ভাবতে হবে, দ্রুত ব্যবস্থা নিতে হবে। যারা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত তাদের শাস্তি দিতে হবে।

প্রয়োজনে বিজি প্রেসে প্রশ্ন না ছাপিয়ে বিকল্প উপায়ে প্রশ্ন ছাপানোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন জাফর ইকবাল।

এই শিক্ষাবিদ আরও বলেন, ইন্টারনেট বন্ধ করে প্রশ্ন ফাঁস বন্ধ করা সম্ভব নয়। আবার শিক্ষামন্ত্রীর পদত্যাগও এর সঠিক সমাধান নয়। প্রশ্নফাঁসের মূল কারণ উদঘাটন করে এর সমাধান করাটাই সবচে বেশি প্রয়োজন।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান’ নিয়ে প্রশ্ন, মুখ খুললেন উপস্থাপিকা দীপ্তি
অন্তর্বর্তী সরকারের কাছে আসিফের ৫ প্রশ্ন
খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নই আসে না: সারজিস
‘হাসিনাকে করা প্রতিটি প্রশ্নেরই একটি নির্দিষ্ট বিনিময় মূল্য থাকত’