• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

এক প্রেমিকের জন্য দুই বোনের আত্মাহুতি

রংপুর প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৫

বিশ্ব ভালবাসা দিবসে এক প্রেমিকের জন্য বিষপান করে প্রাণ দিল দুই ছাত্রী। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো বোন।

রংপুর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুর নগরীর দর্শনা বছিরন নেছা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী লতা এবং নাজির দিগর স্কুলের নবম শ্রেণির ছাত্রী অন্নি।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, লতার সঙ্গে একই এলাকার মুসলিম এইড কারিগরি স্কুলের ডিপ্লোমায় অধ্যয়নরত ছাত্র মেরাজুলের তিন বছর ধরে প্রেম চলে আসছিল। কিন্তু সম্প্রতি দুইজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: রংপুরে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন
--------------------------------------------------------

একপর্যায়ে লতার ফুফাতো বোন অন্নির সঙ্গে প্রেম করে মেরাজুল। এ নিয়ে দুই বোনের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। অভিভাবকরা বিষয়টি জানতে পেরে দুই বোনকেই শাসন করে।

গতকাল মঙ্গলবার সকালে লতা ও অন্নি দুই বোনই বিষপান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে মঙ্গলবার রাতে লতা এবং বুধবার ভোরে অন্নির মৃত্যু হয়।

বর্তমানে দুই বোনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিঞা আরটিভি অনলাইনকে জানান, নিহত দুইজনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও চিটাগং, বাকিরা কোথায়?
খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ
স্বাধীনতাবিরোধী একটি দল বিএনপির নামে মিথ্যাচার করছে: দুদু