• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

পুলিশকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার আরও ৩

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১০
ফাইল ছবি

চট্টগ্রামে পুলিশের তল্লাশি চৌকিতে এএসআই আব্দুল মালেককে গুলিবর্ষণের ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ভোরে চট্টগ্রাম নগরী ও আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ।

গ্রেপ্তারকৃতরা হলেন আয়মন জিহাদ (২২), খোকন (২৪) ও মাহি (১৮)।

খোকন ও আয়মনকে আনোয়ারা উপজেলা থেকে ও মাহিকে নগরীর রহমান নগর থেকে গ্রেপ্তার করা হয়।

গেলো শুক্রবার বিকেলে নগরীর দুই নম্বর গেইট এলাকার তল্লাশি চৌকিতে একটি মোটর সাইকেলকে থামার নির্দেশ দেয় পুলিশ সদস্যরা। তখন মোটর সাইকেল থেকে গুলি চালালে আহত হন এএসআই মালেক। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে খেকে মো. হাকিম অভি (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় আরও দুজনকে, তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী।

এ ঘটনায় মোট ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এরমধ্যে ছয়জন গ্রেপ্তার করা হলো।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ‍্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল’
জাতীয় দলের সাবেক ফুটবলার গ্রেপ্তার
মাদক কারবারি বাবাসহ দুই ছেলে গ্রেপ্তার
কোনো সম্প্রদায়ের নেতা নয়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় দাস গ্রেপ্তার: আসিফ মাহমুদ