বিএনপি অপরাধীদের হালাল করার রাজনীতি করে: ইনু
সাজা হওয়ার পরেও বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানের পদ বাতিল না করে প্রমাণ করেছে তারা অপরাধীদের হালাল করার রাজনীতি করে। বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইনু আরও বলেন, কোনো রাজনৈতিক দলের অপরাধী যদি কারাগারে যায় তবে সেই দল নিষিদ্ধ হয়ে পড়ে না।
তবে বিএনপি যদি আইনের শাসনে বিশ্বাস করতো তাহলে সাজা হওয়ার পরপরেই খালেদা জিয়ার চেয়ারপারসন পদ ও তারেক জিয়ার পদ বাতিল করতো।
কিন্তু তারা তা করেনি। এতে প্রমাণিত হয় বিএনপি অপরাধীদের হালাল করার রাজনীতি করে।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।
আরও পড়ুন:
- যশোর প্রশাসন কার্যালয় চত্বরে ককটেল
- ভিআইপি নয়, পাবলিক বাসের জন্য আলাদা লেন
জেবি/এমকে
মন্তব্য করুন