• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

তারা ব্যাগ টান দিয়ে নিয়ে যায়!

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৩

চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. সেলিম (৪০), হেদায়েত উল্লাহ সুজন ও মনসুর আলী।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মীর্জা সায়েম মাহমুদ বলেন, গত ২১ ফেব্রুয়ারি জাকির হোসেন রোডে ব্রিটিশ নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত ছিল বলে তথ্য পাওয়া গেছে।

পুলিশ কর্মকর্তারা বলেন, সকালে নগরীর টাইগার পাস এলাকার মামা-ভাগিনা মাজারের সামনে তিনটি অটোরিকশাকে দাঁড়িয়ে থাকতে দেখে গোয়েন্দা পুলিশের টহল দলের সন্দেহ হয়। পুলিশ এগিয়ে গেলে দুটি অটোরিকশা পালিয়ে গেলেও একটি ধরা পড়ে।

পরে অটোরিকশা থেকে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি চালকের আসনের নিচ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও পেছন থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, সেলিম গেলো বছরের ১৮ জুলাই ডবলমুরিং থানা এলাকায় চীনা দম্পতির ব্যাগ ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তখন গ্রেপ্তারের পর দেড় মাস কারাগারে থেকে জামিনে বেরিয়েছিলেন সেলিম।

মীর্জা সায়েম মাহমুদ বলেন, সেলিম একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। ব্যাগ টানাপার্টি নামে তারা পরিচিত।

তিন থেকে চারটি সিএনজিচালিত অটোরিকাশায় করে তারা ভোরে ছিনতাই করতে বের হয়। চলতি পথে রিকশার যাত্রীদের কাছ থেকে ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। সেলিমের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি, ডবলমুরিং ও খুলশী থানায় সাতটি মামলা আছে।

আরও পড়ুন:

এসএইচ/জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে আইনজীবী নিহত, কুবিতে বিক্ষোভ
বুধবার চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চট্টগ্রামে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আইনজীবী সাইফুল