• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

আখেরি মোনাজাতে শেষ হলো খাগড়াছড়ির ইজতেমা

খাগড়াছড়ি প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৬

খাগড়াছড়িতে শহরের চেঙ্গী নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী আঞ্চলিক পর্যায়ের জেলা ইজতেমা শেষ হয়েছে। আল্লাহর কাছে বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা এবং গুনাহ থেকে মুক্তি চেয়ে মোনাজাতে শরিক হন মুসল্লিরা।

শনিবার বেলা সাড়ে ১২ টায় ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতে জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার পুরুষের পাশাপাশি নারীরাও আখেরি মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বী মাওলানা মনির বিন ইউসুফ।

মোনাজাতে শরিক হন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম।

এছাড়া জেলার বাইরের অন্যন্য জেলা থেকেও অনেক মুসল্লি ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।

টঙ্গীর বিশ্ব ইজতেমার চাপ কমাতে জেলা পর্যায়ে এই আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়।

আরও পড়ুন:

এসএইচ/জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ব ইজতেমার দুই পর্বের চূড়ান্ত তারিখ ঘোষণা
মাওলানা সা’দপন্থীদের ৫ দাবি, দিয়েছেন ওপেন চ্যালেঞ্জ
দেশে ইজতেমা একবারই হবে, দুবার নয়: মহাসম্মেলনে বক্তারা
দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা