• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

মাটিচাপায় দুই শ্রমিক নিহতের ঘটনায় কোয়ারির সর্দার আটক

সিলেট প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:২৭

সিলেটে কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জের পাথর কোয়ারিতে মাটিচাপায় দুই শ্রমিক নিহতের ঘটনায় শফিকুল ইসলাম নামে শ্রমিক সর্দারকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে মাটিচাপায় নিহতের ঘটনার পরেই তাকে অভিযান চালিয়ে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) দিলিপ নাথ জানান, মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জের এক শ্রমিক সর্দারকে আটক করা হয়েছে।

রোববার রাতে মাটির গভীরে ৭০-৮০ ফুট গর্ত করে পাথর তুলছিলেন শ্রমিকরা। হঠাৎ গর্ত ধসে পড়লে কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েন। স্থানীয়রা দুই জনের মরদেহ উদ্ধার করেছে। আহত অবস্থায় তিনজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত শ্রমিকরা হলেন, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের হজরত আলীর ছেলে মতিউর রহমান ও আলী আকবরের ছেলে রুহুল আমিন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বাসরোধ করে হত্যার পর গৃহবধূকে মাটিচাপা
ভূমিধসে ২ হাজারের বেশি মানুষ মাটিচাপা
আম কুড়াতে গিয়ে মাটিচাপায় গৃহবধূর মৃত্যু
নবাবগঞ্জে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু