• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাথর কোয়ারি থেকে আরও দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৭

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে মাটিধসে নিহত আরও দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ওই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হলো।

এর আগে রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকায় এ ঘটনা ঘটে। এর পরই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এসময় আহত হয়েছেন আরও তিনজন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) দিলীপ নাথ।

তিনি বলেন, দুজনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদের মালিকানাধীন গর্তে রোববার রাত নয়টার দিকে জেনারেটর জ্বালিয়ে পাথর তোলার সময় এই দুর্ঘটনা ঘটে।

এদিকে এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। নিহত শ্রমিকদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার মুরাদপুর গ্রামের হযরত আলীর ছেলে মতিবুর রহমান (৩২) এবং একই গ্রামের আসকর আলীর ছেলে রুহুল (২২)।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান। আহত অবস্থায় তিনজনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকা না পেয়ে ট্রেনে হিজড়াদের পাথর নিক্ষেপ
রহস্যময় এক হ্রদ, যেখানে প্রাণীরা নামলে হয় পাথর! 
গাছ লতা-পাতাহীন পাথর জঙ্গলের রহস্য
সিলেটে ৭০০ নৌকাসহ বিপুল পরিমাণ বালু-পাথর জব্দ