• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় পিকনিকের বাস খাদে, ১৫ শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি কলেজের পিকনিকের বাস খাদে পড়ে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার নারায়নপুর-রেলস্কুলের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- স্বর্ণা, খাদিজা, রাহমিনা, রাসেদা আক্তার, তামান্না, রুবেল, সাইমা, জান্নাতসহ ২৫ জন। তারা সবাই উপজেলার গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, সকালে শাহ আলম ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কয়েকটি বাসে মৌলভীবাজারের লাউয়ারছড়ায় পিকনিকে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ১৫ শিক্ষার্থী আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপর স্থানীয়রা আহদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মুসা ভূঁইয়া বলেন, খবর পেয়ে আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।


আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক কারবারি বাবাসহ দুই ছেলে গ্রেপ্তার
কসবা সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফের গুলি
ভিয়েতনামে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর'