• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

মানিকগঞ্জে ১০ দিন ধরে সাংবাদিক নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৫

দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি এম.ওবায়দুর রহমান ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বাংলাদেশ কৃষক সমিতির ঘিওর উপজেলা শাখার সদস্য।

নিখোঁজ ওবায়দুর রহমান জেলার ঘিওর উপজেলার কাহেতারা গ্রামের তামেজ উদ্দিনের ছেলে।

গত ১৫ ফেব্রয়ারি খুলনায় কৃষক সমিতির সম্মেলন শেষে ফেরার পথে যশোর থেকে নিখোঁজ হন তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। বাংলাদেশ কৃষক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক রোববার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে এসে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।

কৃষক সমিতির নেতারা জানান, এম. ওবায়দুর রহমান বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলনের জন্য ১৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ থেকে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে শুভযাত্রা বাসে খুলনায় যান। সম্মেলন শেষে ১৫ ফেব্রুয়ারি ওই বাসেই খুলনা থেকে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বাসটি রাত ১১টার দিকে যশোর মণীহার সিনেমা হলের কাছে একটি পেট্রোল পাম্পে যাত্রাবিরতি দেয়। সেই সময় ওবায়দুর গাড়ি থেকে নেমে আর উঠেননি।

নিখোঁজ সাংবাদিকের স্ত্রী সখিনা সুলতানা রানু জানান, ওবায়দুরের সঙ্গে ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় তার সবশেষ কথা হয়েছে। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।

তিনি জানান, তার স্বামী মাঝেমধ্যে অচেতন হয়ে পড়তেন। তবে কিছুক্ষণ পরেই আবার সুস্থ হয়ে উঠতেন।

সাংবাদিক ওবায়দুরের নিখোঁজ হওয়ার বিষয়টি বাংলাদেশ কৃষক সমিতির পক্ষ থেকে মানিকগঞ্জ পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
শিবালয়ে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
নাব্য সংকটে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ
নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার