• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে বাস-লরি সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৭

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় লরির ধাক্কায় বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার চিবরদী মুগরাপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম সরকার বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লরির ধাক্কায় বাস উল্টে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে চারজনের মরদেহ রাখা হয়েছে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, এ ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পথে চারজনের মৃত্যু হয়েছে। আর চিকিৎসা নিচ্ছেন আরও ১৫ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে দু’পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬
ঝুট ব্যবসার দখল নিয়ে গজারিয়ায় বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ
শিক্ষার্থীদের সংঘর্ষ, বৈঠকের প্রস্তাবে দুই অধ্যক্ষের অসম্মতি