ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করেছে এক যুবক। তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হচ্ছে।
শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
অপরদিকে ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছেন ছাত্ররা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
জনপ্রিয় এ শিশুসাহিত্যিকের কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।
তিনি বর্তমানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।
একটি জরিপের তথ্য অনুসারে, তিনি লেখক হিসেবে বাংলাদেশের কিশোর-কিশোরীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে।
জাফর ইকবালের জন্ম ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর, সিলেটে। তার পিতা মুক্তিযোদ্ধা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন।
আরও পড়ুন:
এসজে/জেবি
মন্তব্য করুন