• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘পুলিশ বেষ্টনীর মধ্যেই জাফর ইকবালের মাথায় চাপাতির আঘাত’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মার্চ ২০১৮, ১৮:২৯

পুলিশ বেষ্টনীর মধ্যেই ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এমন সময় হঠাৎ করেই মাথার পেছন থেকে আঘাত করেন এক যুবক। তার হাতে চাপাতি সদৃশ্য ধারালো অস্ত্র ছিল। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা এ তথ্য জানিয়েছেন।

রবিউল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, শনিবার বিকেলে পাঁচটা ৩৫ মিনিটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মাঠে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এক প্রতিযোগিতা চলছিল। এ সময় তিনি সোফায় বসেছিলেন। হঠাৎ তাকে পেছন থেকে হামলা করা হয়। বর্তমানে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

--------------------------------------------------------
আরও পড়ুন: ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
--------------------------------------------------------

শাবিপ্রবির ট্রেজারার ইলিয়াসুর রহমান বিশ্বাস আরটিভি অনলাইনকে বলেন, সিনিয়র চিকিৎসকরা আসছেন, তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। একজনকে ধরা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় এ শিশুসাহিত্যিকের কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।

তিনি বর্তমানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।

একটি জরিপের তথ্য অনুসারে, তিনি লেখক হিসেবে বাংলাদেশের কিশোর-কিশোরীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে।

জাফর ইকবালের জন্ম ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর, সিলেটে। তার পিতা মুক্তিযোদ্ধা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন।

আরও পড়ুন:

এসজে/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়