• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

জাফর ইকবালের ওপর হামলা: এবার হামলাকারীর চাচা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

  ০৪ মার্চ ২০১৮, ১০:২৯

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় হামলাকারীর চাচা আব্দুল কাহার লুলইকে (৫৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা।

রোববার ভোরে দিরাই উপজেলার কালিয়ারকাপন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জের দিরাই থানার পরিদর্শক (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদস্যরা তাকে আটক করেছে।

এর আগে হামলাকারী ফয়জুরের মামাকে সিলেট থেকে আটক করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রাত সোয়া ১ টার দিকে থানায় নিয়ে আসা হয়। পাশাপাশি বাসাটি থেকে একটি ল্যাপটপ জব্দ করা হয়।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে হামলাকারী যুবক ফয়জুর। হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচার করতে হবে: রেজাউল করীম
আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা আনোয়ারুল গ্রেপ্তার
মাজারে হামলাকারীদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই: ফরহাদ মজহার
যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে হামলাকারী লিটন গ্রেপ্তার