বেনাপোলে ডাকাতি, ৪৩ ভরি স্বর্ণ ও পৌনে ৩ লাখ টাকা লুট
যশোরের বেনাপোলে দুটি বাড়ি থেকে ৪৩ ভরি স্বর্ণের গহনা এবং পৌনে ৩ লাখ টাকা লুট করেছে ডাকাতরা।
শনিবার দিনগত রাতে বাংলাদেশ প্রতিদিনের বেনাপোল প্রতিনিধি বকুল মাহবুব এবং পাশের সিএন্ডএফ কর্মচারী নজরুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
বকুল মাহবুব এবং তার পরিবারের লোকজন জানান, রাত পৌনে ৩টার দিকে ১০/১৫ জনের একটি ডাকাত দল বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। অস্ত্র দেখিয়ে সবাইকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আলমারির চাবি নিয়ে সেখানে আমার মেয়ের বিয়ের জন্য রাখা ৪০ ভরি সোনার গহনা ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। ঘরের সব মালামালও ভেঙেচুরে তছনছ করে।
নজরুল ইসলামের স্ত্রী জানান, তার ঘরের গ্রিল কেটে ডাকাতরা ভিতরে ঢোকে। মেয়েসহ তাকে বেঁধে ফেলে আলমারি থেকে ৩ ভরি সোনার গহনা ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। এসময় তার স্বামী নজরুল ইসলাম বাড়িতে ছিলেন না।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতি কারা করেছে তদন্ত না করে কিছু বলা সম্ভব নয়। তবে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন:
কে
মন্তব্য করুন