মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নাশকতা চেষ্টার অভিযোগে রাঙামাটির লংগদু উপজেলা থেকে ইসলামি ছাত্রী সংস্থার ছয়জনসহ মোট সাত নারী সংগঠককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার মুসলিম ব্লক এলাকায় রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গণির বাসা থেকে তাদের আটক করা হয়।
এসময় ওসমান গণি পালিয়ে যান। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: মাইকে ঘোষণা দিয়ে আসামি ছিনতাই
--------------------------------------------------------
আটকরা হলেন, মোছা. শাহানাজ (২৭), মোছা. নাছিমা আক্তার (৩০), মোছা. মাহমুদা (২৯), মোছা. তাহসিনা ফাতিমা (২৪), মিহতাহুল জান্নাত (২১), মোছা. সাহিদা (২৫) ও ওসমান গণির স্ত্রী মোছা. ফাতেমা আক্তার মুন্নি (৩৮)।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত আরটিভি অনলাইনকে জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক ও জামাত নেতা ওসমান গণি এবং তার স্ত্রীর মোছা ফাতেমা আক্তার মুন্নি নিজ বাসায় মহান স্বাধীনতা দিবসে নাশকতার জন্য গোপন বৈঠকের আয়োজন করে। এই বৈঠকে ইসলামি ছাত্রী সংস্থার ছয় সদস্য উপস্থিত ছিল। পুলিশ এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে জিহাদি ও সরকারবিরোধী বই জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
আরও পড়ুন:
জেবি/জেএইচ