আইপিএল খেলা নিয়ে বাকবিতণ্ডা: যুবক খুন
নারায়ণগঞ্জে রূপগঞ্জে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুবেল মিয়া নামের এক যুবক খুন হয়েছে।
রোববার রাত ১০টায় উপজেলার নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল ওই এলাকার মৃত আজমত আলীর ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আইপিএল ক্রিকেট খেলা নিয়ে সন্ধ্যায় মুড়াপাড়া মঙ্গলখালী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে সুরুজের সঙ্গে নগরপাড়া এলাকার মৃত আজমত আলীর ছেলে মোমেনের বাকবিতণ্ডা হয়। এতে রাতে সুরুজসহ তার সহযোগী একই এলাকার আজম উদ্দিন ওরফে বোমার ছেলে নয়ন, বাদল মিয়ার ছেলে কাজলসহ ৫ থেকে ৭ জন মোমেনকে তার বাড়িতে খুঁজে যায়। পরে তাকে না পেয়ে তার ভাই রুবেলের উপর হামলা চালায়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাকে পেটে আঘাত করে। এতে রুবেল গুরুত্ব আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির আরটিভি অনলাইনকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।
আরও পড়ুন :
- মাদকবিরোধী অভিযানে গতরাতেও ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১১
- সোমবার ঢাকায় আসছেন থাই রাজকুমারী
- রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন
এসএস
মন্তব্য করুন