নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, অস্ত্র-মাদক উদ্ধার
নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদকব্যবসায়ী, একজন নাশকতা মামলার আসামি, অস্ত্র-গুলিসহ এক সন্ত্রাসী এবং বিভিন্ন মামলা ও অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে একটি দেশি তৈরি শুটারগান, ৪ রাউন্ড গুলি, ১০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় মাদক, জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নড়াইল সদর থানা পুলিশ দুই মাদকব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৬ জন, লোহাগড়া থানা পুলিশ একটি দেশি তৈরি শুটারগান ও ৪ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী, নাশকতা মামলায় একজনসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১১ জন, কালিয়া থানায় ৬ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এসময় মাদকব্যবসায়ীসহ অপরাধীদের ধরিয়ে দিতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন :
এসএস
মন্তব্য করুন