• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

  ২৩ আগস্ট ২০১৮, ১০:০১

কক্সবাজার শহরে দুই ছিনতাইকারীর বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু হয়েছে।

ঈদের দিন বুধবার রাত সাড়ে আটটায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত যুবকের নাম শাহাবুদ্দিন (৩২)। তিনি দক্ষিণ রুমালিয়ারছড়ার ঘোনারপাড়া গ্রামের বাসিন্দা।

এর আগে গেল সোমবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় ভাগ-বাটোয়ারা নিয়ে এক ছিনতাইকারী অপর ছিনতাইকারীকে ছুরিকাঘাত করার সময় মাঝখানে দাঁড়িয়ে যায় শাহাবুদ্দিন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, শহরের চিহ্নিত ছিনতাইকারী দুই সাইফুলের বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন শাহাবুদ্দিন।

ঘাতককে ধরতে পুলিশের অভিযান চলছে। রাতেই শাহাবুদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ১৬ ছিনতাইকারী গ্রেপ্তার
ছিনতাইকারীর হামলায় বিপ্লবী পরিষদের নেতা পার্থ আহত, দলের উদ্বেগ
ঢাকায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু