• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

ব্রিজের ওপর থেকে সুরমা নদীতে ঝাঁপ দিলো তরুণী

সিলেট প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:২১

সিলেটের কাজিরবাজার সেতুর উপর থেকে সুরমা নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক তরুণী।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাজিরবাজার সেতু থেকে সুরমা নদীতে ঝাঁপ দেন ওই তরুণী। পানিতে কিছু পড়ার শব্দ শুনে উপস্থিত কয়েকজন নিচে তাকিয়ে ওই তরুণীকে হাবুডুবু খেতে দেখেন।

এসময় ছুটে যান তারা। তাদের কয়েকজন সাঁতরে গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন ওই তরুণীকে। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই পলাশ জানান, জ্ঞান ফেরার পর মেয়েটি জানিয়েছে তার নাম স্বপ্না। তার বাসা নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায়। তবে তার দেয়া ঠিকানা সঠিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণীর গায়ে মদ ঢেলে ‘কেজিএফ’ তারকার 'টক্সিক’ জন্মদিন!
পূর্বাচলে পড়ে থাকা গলাকাটা তরুণীর পরিচয় মিলেছে 
প্রেমে ব্যর্থ হয়ে মাজারে গিয়ে দুধ দিয়ে যুবকের গোসল
ভালোবাসার ১৪ বছর, নাটোরে এলেন মালয়েশিয়ার তরুণী